শিক্ষক স্বল্পতা : ইসলাম ধর্ম পড়াচ্ছেন হিন্দু শিক্ষক
শিক্ষক স্বল্পতার কারণে পিরোজপুরের কাউখালী উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষকরা ইসলাম ধর্ম পড়াচ্ছেন। ফলে মুসলমান ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।
জানা গেছে, উপজেলার ১নং সয়না, ১১নং গন্ধর্ব, ৪৮নং দত্তেরহাট এবং ১২নং রোঙ্গাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলমান কোনো শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষকরা ইসলাম ধর্মের ক্লাস নিচ্ছেন। ফলে ইসলাম ধর্মের অনেক আরবি, সূরা ও কালাম যা একজন হিন্দু শিক্ষকের পক্ষে পড়ানো সম্ভব হচ্ছে না। তারা শুধুমাত্র বাংলা অর্থটুকুই পড়িয়ে চলছেন।
১নং সয়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকই হিন্দু। এখানে ১২০ জনের মধ্যে মুসলমান ছাত্র-ছাত্রী ৮৮ এবং হিন্দু ছাত্র-ছাত্রী ৩২। গত ২৯-০৯-০৯ ইং তারিখ মুসলমান শিক্ষক অন্যত্র যাওয়ার পর থেকে আর কোনো মুসলমান শিক্ষক উক্ত বিদ্যালয়ে দেয়া হয়নি।
৪৮নং দত্তেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রী ৮২। আর এর মধ্যে মুসলমান ২৯ ও হিন্দু ৫৩ জন ছাত্র-ছাত্রী। এতে করে অভিভাবক ও ছাত্র-ছাত্রীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলা রানী মিত্র বলেন, মুসলমান শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম আমাকে ক্লাস নিতে হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের এবং আমাকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। শিক্ষা অফিসে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। বিষয়টি শিক্ষা অফিসে অবহিত করা হলেও শিক্ষক পরিবর্তন করে দেয়া হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, নীতিমালায় কোনো হিন্দু ও মুসলমান আলাদা করে শিক্ষকদের পদায়ন করা না থাকায় বিষয়টি সুরাহা করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
হাসান মামুন/এআরএ/আরআইপি