সৌদি রাজ পরিবারের পতনের আশঙ্কা যুক্তরাষ্ট্রের


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১০ অক্টোবর ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির সিনিয়র কাউন্সিলর জন হানা সৌদি সরকারের পতনের সম্ভাবনার কথা জানিয়েছেন। জন হানা বলেছেন, আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাজতন্ত্র শাসিত সৌদি সরকারের পতনের সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

তিনি বলেন, সৌদি আরবের অভ্যন্তরীণ নানামুখী সংকট দিন দিন তীব্রতর হচ্ছে এবং রিয়াদ খুব সহজেই এ সংকট কাটিয়ে উঠতে পারবে না। সৌদি আরবে বর্তমানে অর্থ সংকট ও রাজপরিবারের সদস্যদের মধ্যে তীব্র মতপার্থক্য চলছে।

আমেরিকার ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সিনিয়র এই কাউন্সিলর আরো বলেন, ইয়েমেনে যুদ্ধ চলতে থাকবে এবং এখনই এ যুদ্ধ বন্ধের কোনো আলামত দেখা যাচ্ছে না। তিনি বলেন, ইয়েমেন যুদ্ধের কারণে সৌদি আরবের অভ্যন্তরীণ মতপার্থক্য তীব্রতর হওয়া ছাড়াও ক্ষমতার হাত বদল হয়েছে এবং আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রেও চরম বিশৃঙ্খলা দেখা দেবে।

মার্কিন এ বিশেষজ্ঞ বলেন, ইয়েমেন যুদ্ধ, তেলের দাম কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, সৌদি আরব থেকে বিদেশি বিনিয়োগকারীদের পলায়ন প্রভৃতি কারণে সেদেশটিতে এবার বাজেট ঘাটতি দেখা দিয়েছে।

চলতি বছরের হজের সময় মিনা ট্রাজেডিতে সৌদি রাজ পরিবারের প্রতি গণ মানুষের আস্থা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান সৌদি আরবের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।