বরিশালে বিএনপির ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট


প্রকাশিত: ১২:২০ পিএম, ১০ অক্টোবর ২০১৫
সম্পাদক আকন কুদ্দুসুর রহমান

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিআরটিসি বাসে অগ্নিসংযোগের মামলায় জেলা (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।

অভিযোগপত্রে (চার্জশিট) আকন কুদ্দুসকে হুকুমের আসামি ছাড়াও স্থানীয় ছাত্রদল নেতা মিজান মোল্লা, হেমায়েত এবং টিটনকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে এ মামলার প্রধান দুই আসামি টিপু ও কবির জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

অপরদিকে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পেয়ে এজহার নামীয় আট আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আগৈলঝাড়া উপজেলার জিআরও (জেনারেল রেজিস্টার অফিসার) এ এস আই মাসুমা বিনতে কাদের জানান, ডাক যোগে পাঠানো অভিযোগপত্রটি (চার্জশিট) শুক্রবার সন্ধ্যায় তিনি হাতে পেয়েছেন। রোববার তা আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গত ১৪ জানুয়ারি ভোররাতে উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সামনের সড়কে পাশে রাখা বিআরটিসির বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এসআই মনোরঞ্জন মিস্ত্রী বাদী হয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে আসামি করে ওই দিনই ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৬/১৫।

মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাশেম প্রায় আট মাস তদন্তের পর জেলা (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসকে হুকুমদাতা এবং স্থানীয় ছাত্রদল-যুবদলের ৩২ জনকে ওই ঘটনার জন্য অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রেরণ করেন।

তিনি আরো বলেন, মামলার প্রধান দুই আসামি কবির ও টিপু তদন্ত চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তদন্তে বিএনপি নেতা আকন কুদ্দুসকে হুকুমদাতা এবং অন্যান্যদের ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সে অনুযায়ী তাদের অভিযুক্ত করা হয়েছে।

তবে বিআরটিসি বাসে অগ্নিসযোগের ঘটনায় কিছুই জানতেন না দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুস বলেন, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকেসহ ছাত্র ও যুবদলের নেতাকর্মীদের এ মামলায় জড়ানো হয়েছে। এ মামলায় তাকে জড়ানোর পিছনে স্থানীয় বিএনপির একটি অংশের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন তিনি।
 
সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।