ইনজুরি শঙ্কায় তামিম ইকবাল
দলের সবার সঙ্গে একসঙ্গেই অনুশীলনে নামলেন। ফুটবলও খেললেন। তবে আসল প্রস্তুতি শুরু হতেই বিপত্তি। কাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর কিছুক্ষণ পরই দেখা গেল ডান হাতের বৃদ্ধাঙ্গুল চেপে ড্রেসিংরুমে ফিরছেন তামিম ইকবাল। চেহারায় ফুটে উঠেছে অস্বস্তির ছাপ।
অনুশীলনে বল লেগে চোট পাওয়ায় আর বিলম্ব করা হলো না। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হলো অ্যাপোলো হাসপাতালে। সেখানে এক্স-রে করানোর পর গুরুতর কিছু হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। তবে খুলনায় সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবে, তাও নিশ্চিত করে বলতে পারেননি কেউ।
বিসিবির চিকিৎসক মনিরুল আমিন জানিয়েছেন, `এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি। তবে ওর আঙ্গুলটা বেশ ফুলে আছে এখনো। তাই ওকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। এ জন্য খুলনা টেস্ট সে খেলতে পারবেই, সে কথা এখনই বলা যাচ্ছে না।` ৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট খেলতে আজ বিকেলেই খুলনায় যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। তাঁর দলের সঙ্গে খুলনায় যেতে অবশ্য কোনো বাধা নেই বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন মনিরুল।