ভারত দলের বোঝা ধোনি


প্রকাশিত: ১০:১৩ এএম, ১০ অক্টোবর ২০১৫

সময়টা ভালো যাচ্ছে না ভারত দলের ওয়ানডে ও টি-টোয়ান্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে তিনম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে বাজেভাবে হারের পর দলের সাবেক পেসার অজিত আগারকার মেতেছেন ধোনির সমালোচনায়।

ধোনির সমালোচনা করে আগারকার বলেন, ধোনি সবসময় বলে থাকে পেসার হওয়ার দরকার নেই, ভালো বোলার হলেই চলবে। কিন্তু ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ধোনির এমন বিশ্বাস এখন আর চলে না। পেসাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। নির্বাচকদের এবার ধোনিকে নিয়ে ভাবা উচিৎ।

ধোনির ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তুলে আগারকার আরও বলেন, ধোনি নিজে চার নম্বরে ব্যাট না-করে রাহানেকে কেন পাঠাচ্ছে না? ব্যাটিং অর্ডারে ধোনিকে সরিয়ে না দিলে দল ভালো করতে পারবে না।

ধোনির সমালোচনা করলেও বিরাট কোহলির নেতৃত্বে প্রশংসা করেছেন ভারতের সাবেক এই পেস বোলার। নির্বাচকদের অনুরোধ করে বলেন, ধোনির বদলে বিরাটকেই সব ফরম্যাটে অধিনায়ক করে দেওয়া উচিৎ। সবাই জানে ধোনি ভারতকে অতীতে অনেক সাফল্য এনে দিয়েছে। কিন্ত কেউ চাইবে না যাতে সে দলের জন্য বোঝা হয়ে যাক।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।