করোনা আতঙ্কে কেরালার সিনেমা হল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১১ মার্চ ২০২০
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী দিন দিন বেড়েই চলছে। ভারতে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৭ জন। করোনার প্রাদুর্ভাব রুখতে দেশটির সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার দেশটির কেরালা রাজ্যে সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মঙ্গলবার (১০ মার্চ) সংবাদ সম্মেলন করে তিনি সিনেমা হল বন্ধের এ ঘোষণা দেন।
মঙ্গলবার নতুন করে কেরালায় আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ভারতের ওই রাজ্যে ১৫ জনের শরীরে করোনারভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের কোয়েরান্টাইনে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সিনেমা হল বন্ধ ছাড়াও বেশকিছু পদক্ষেপ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও এ ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে এক জায়গায় বেশি মানুষ জড়ো হওয়া বন্ধ করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে আপাতত সব ধরনের সামাজিক অনুষ্ঠান পিছিয়ে দিতে রাজ্যবাসীকে অনুরোধ করা হয়েছে। এমনকি ধর্মীয় ক্ষেত্রেও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। আপাতত বাড়িতে থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সপ্তম শ্রেণি পর্যন্ত কেরলের সব স্কুলের পরীক্ষা পিছিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
এমএফ/পিআর