করোনা : যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস চালু
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১১ মার্চ ২০২০
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি ক্লাস নেয়া বন্ধ করতে বাধ্য হয়েছে। হার্ভার্ড, প্রিন্সেটন এবং কলম্বিয়ার মতো নামকরা ও দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলো এখন অনলাইনেই ক্লাস নেয়া শুরু করেছে।
করোনাভাইরাসের কারণে লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আনুষ্ঠানিকভাবে ক্লাস বন্ধ রাখার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভাইরাসের প্রাদুর্ভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় করোনাভাইরাস। সে কারণেই বিভিন্ন দেশে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। শিক্ষার্থীরা একসঙ্গে একই রুমে বসে ক্লাস করলে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। ভাইরাসের প্রকোপ ঠেকাতেই বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস নিচ্ছে। এতে করে শিক্ষার্থীরা নিজেদের বাড়িতে বসেই ক্লাস করতে পারছে।
চলতি সপ্তাহের শেষের দিকেই বিশ্ববিদ্যালয়গুলোতে বসন্তের শুরু। মঙ্গলবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক ঘোষণায় জানিয়েছে, আগামী ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত তাদের প্রতিষ্ঠানের সব ক্লাস অনলাইনে নেয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটি তাদের ৩৬ হাজার শিক্ষার্থীকে বসন্তের ছুটির পরেও ক্যাম্পাসে না আসার নির্দেশ দিয়েছে। কবে থেকে আবারও স্বাভাবিক ক্লাস শুরু হবে তা নোটিশ দিয়ে জানানো হবে।
অপরদিকে, মাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিও (এমআইটি) সব ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা এনেছে। আগামী ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। চলতি সপ্তাহে ১৫০ বা তার বেশি শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিউইয়র্কেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস চালুর ঘোষণা দিয়েছে। নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা তাদের সব লেকচার এবং সেমিনার অনলাইনে দেবে। কমপক্ষে ৫ এপ্রিল পর্যন্ত শতাধিক মানুষের যে কোনো ইভেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অপরদিকে, ক্যালিফোর্নিয়ায় কমপক্ষে পাঁচ বিশ্ববিদ্যালয় সরাসরি ক্লাস বাতিল করেছে। আমেরিকান কাউন্সিল অব এডুকেশন (এসিই) জানিয়েছে, কতগুলো স্কুল বা কতজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনই বলা সম্ভব নয়।
টিটিএন/পিআর