লেবাননে করোনাভাইরাসে প্রথম মৃত্যু
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে লেবাননে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী বৈরুতের রফিক হারিরি হাসপাতালে ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২০ ফেব্রুয়ারি মিসর থেকে বিমানযোগে লেবাননে আসেন ওই ব্যক্তি। তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে এবং তিনি অসুখে ভুগছিলেন। তাকে ইসবেলের নটরডেম ডি সিকোর্স হাসপাতাল থেকে রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। এরপর থেকে রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সেখানেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
লেবাননে এ পর্যন্ত ৪১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বৈরুতের রাফিক হারিরি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (৯ মার্চ) এ ভাইরাসে আক্রান্ত ৯ জন রোগী শনাক্ত হয়েছে। ১২২ জনকে পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে হওয়ায় সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, ক্যাফে, নাইটক্লাব বন্ধ ঘোষণা করেছে এবং জনসমাগমের ব্যাপারে সতর্কতা জারি করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৭ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫১৩ এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের।
চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। দেশটিতে একদিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৩ জনে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৭২ জনে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইতালি সরকার। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৭ হাজার ১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৩৭ জন।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ তিনজনের পরিবারের ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমএসএইচ/পিআর