শারীরিক অবস্থার উন্নতি মাশরাফির
খুব বেশিদিন হাসপাতালে থাকতে হচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিকে। দিন সাতেকের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তিনি। মাশরাফির রক্তের রিপোর্ট দেখে এমনটাই জানিয়েছেন বিসিবি`র চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। এরপর তার শারীরিক অবস্থা জানতে বেশ কিছু পরীক্ষা করা হয়। আর সবশেষ পরীক্ষা অনুযায়ী, মাশরাফির রক্তে আগের তুলনায় প্লেটলেট বেড়েছে বলে জানিয়েছেন বিসিবি`র চিকিৎসক। তার অবস্থা এখন স্থিতিশীল।
আর এই ধারা অব্যাহত থাকলে, আগামী ৭ দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে মাশরাফি বাসায় ফিরতে পারবেন বলেও জানান বিসিবি`র চিকিৎসক। যদিও এখনো মাশরাফির জ্বর ও মাথা ব্যথা আছে।
এমআর/আরআইপি