ট্রাম্পের চিফ অব স্টাফ ‘সেল্ফ কোয়ারেন্টাইনে’
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১০ মার্চ ২০২০
করোনাভাইরাসে সংক্রমিত হতে পারেন, এমন সন্দেহের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রধান অর্থাৎ চিফ অব স্টাফ মার্ক মিডোস ‘সেল্ফ কোয়ারেন্টাইনে’ গেছেন। এর আগে একই ঘোষণা দেন রিপাবলিকান দলের একজন সিনেটর ও প্রতিনিধি পরিষদের এক সদস্য।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফের মুখপাত্র স্থানীয় সময় সোমবার জানিয়েছেন, করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে গেছেন, এমনটা মনে হওয়ার পর মার্ক মিডোস স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। গত শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প চিফ অব স্টাফ পদে মার্ক মিডোসের নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তার মুখপাত্র জানান, মিডোসের শরীরের এখনো উপসর্গ দেখা না দিলেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তবে তাতে কিছু ধরা পড়েনি। তিনি এখন ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। ফেব্রুয়ারির শেষে এক সম্মেলনে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন তিনি।
গত শনিবার ট্রাম্প টুইটারে দেওয়া ঘোষণায় জানান, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য মার্ক মিডোসকে তিনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিচ্ছেন। এর আগে দায়িত্ব পালন করা মিক মুলভানিকে উত্তর আয়ারল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নতুন দায়িত্ব পাওয়া মার্ক মিডোস যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা অঙ্গরাজ্য থেকে রিপাবলিকান দলের হয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ৩৮ মাসে তিনি হোয়াইট হাউসের দায়িত্ব পাওয়া চতুর্থ প্রধান।
এসএ/পিআর