এখনও করোনা ‘টেস্ট’ করাননি ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২১ পিএম, ১০ মার্চ ২০২০
এখনও পর্যন্ত করোনাভাইরাসের ‘টেস্ট’ করাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেশটির দুই আইনপ্রণেতা স্বেচ্ছায় নিজেদের কোয়ারেন্টাইনে রেখেছেন। করোনা আক্রান্ত হতে পারেন এমন সন্দেহ থেকেই ক্ষমতাসীন রিপাবলিকের একজন সিনেটর এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এক সদস্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসার পর ওই দুই আইনপ্রণেতা এমন সিদ্ধান্ত নিয়েছেন। কোভিড-১৯য়ে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেছেন। পরবর্তীতে হোয়াইট হাউসও এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।
বিজ্ঞাপন
দুই আইনপ্রণেতা নিজেদের কোয়ারেন্টাইনে রাখলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও কোভিড-১৯ পরীক্ষা করাননি। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেনি গ্রিসাম এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে যাননি, এমনকি তার শরীরে করোনার কোনো লক্ষণও দেখা দেয়নি। তাই এখনও তার করোনাভাইরাসের পরীক্ষা করা হয়নি।
ওই বিবৃতিতে বলা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থা যথেষ্ঠ ভালো। তার ব্যক্তিগত চিকিৎসক তাকে সব সময় পর্যবেক্ষণে রেখেছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৭ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপরদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪ হাজার ২৭ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬৪ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপরই এই ভাইরাস চীনের অন্যান্য শহরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে চীনে। সেখানে ৮০ হাজার ৭৫৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ১৩৬ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
টিটিএন/এমকেএইচ