সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিক করা হবে
সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার সকাল ১০টার দিকে বন্দর পরিদর্শনে এসে বন্দর উন্নয়ন ও পরিচালনা বিষয়ক উপদেষ্ট কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগে সারা দেশে ১২টি বন্দর ছিল। কিন্তু এ সরকার ব্যবসা-বাণিজ্যের প্রতি সুদৃষ্টি দেয়ায় দেশে এখন ২২টি বন্দর স্থাপন করা হয়েছে। ব্যবসা-বাণিজ্যকে আরো গতিশীল করতে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর পরিচালনা কমিটির চেয়ারম্যান স্বপন কুমার চন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, আমদানি-রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ কাস্টমস এবং জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কমকর্তাগণ।
এর আগে তিনি পানামা পোর্ট লিংক লিমিটেডের পণ্যাগারে ৪১লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ১০০ মে. টন পণ্য মাপার ওয়েয়িং স্কেলের উদ্বোধন করেন। পরে মন্ত্রী শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন।
আব্দুল্লাহ/এসএস