গুয়াতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫৩


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১০ অক্টোবর ২০১৫

গুয়াতেমালায় ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ২৫৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ৩৭৪ জন। শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

এর আগে, ১ অক্টোবর দেশটির রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ১৫ কিলোমিটার দূরের দক্ষিণপূর্ব সান্তা ক্যাটারিনা পিনুলায় ভূমিধসের ঘটনা ঘটে। ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে কয়েক শ` ঘরবাড়ি চাপা পড়ে। এছাড়া অনেকেই নিখোঁজ হয়।

দেশটির উপ-গণস্বাস্থ্যমন্ত্রী ইসরায়েল লেমুস জানিয়েছেন, চলতি সপ্তাহ জুড়ে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালু রাখা হবে। তবে কতদিন পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে সেবিষয়ে সোমবার কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

ভূমিধসের আট দিন পরও ওই এলাকায় এখনো ৩৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া বৃহস্পতিবারও ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত মোট ২৫৩ জনের লাশ উদ্ধার করা হলো।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।