মার্কিন নাগরিকদের প্রমোদতরীতে ভ্রমণ না করার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৯ মার্চ ২০২০

মার্কিন নাগরিক বিশেষ করে যেসব ভ্রমণকারী ইতোমধ্যেই কোনো ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের প্রমোদতরীতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দফতর। এ বিষয়ে একটি ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।

সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, প্রমোদতরীতে ভ্রমণকারীদের করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। এমন তথ্য প্রকাশের পরই মার্কিন নাগরিকদের প্রমোদতরীতে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

পররাষ্ট্র দফতর এক বিবৃতি অনুযায়ী, প্রমোদতরীতে সফরের পরিকল্পনা করছেন এমন যাত্রীদের সরাসরি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নভেল করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে অনেক দেশই কঠোর স্ক্রিনিং ব্যবস্থা চালু করেছ। একই সঙ্গে কোনো জাহাজকে তীরে ভেড়ানোর অনুমতি দেয়া হচ্ছে না এবং যাত্রীদেরও নামতে দেয়া হচ্ছে না।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২২ জন। এদের মধ্যে অধিকাংশই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা।

ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় বিভিন্ন স্থানে কনসার্ট এবং কনফারেন্স বাতিল করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে এবং অনলাইনেই ক্লাস নেয়া হচ্ছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬২ হাজার ২৭৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৩৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১১৯ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৮২ এবং মৃত্যু হয়েছে ৫১ জনের।

চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। দেশটিতে একদিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে। এদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৭৫ জনে।

টিটিএন/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।