যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি : নিহত ২


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১০ অক্টোবর ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ে পৃথক গোলাগুলির ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। খবর বিবিসির।
 
শুক্রবার রাতে নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগস্টাফ ক্যাম্পাসে স্টিভেন জোনস নামের এক শিক্ষার্থী গুলি চালালে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় তিনজন।

এছাড়া সাউদার্ন টেক্সাস ইউনিভার্সিটিতে শুক্রবার সকালের দিকে গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহত ব্যক্তি প্রথমবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেহভাজন আরো একজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ হামলার ঘটনা এমন এক সময় যখন যখন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে ওরেগন স্টেটের রোজবার্গের একটি কলেজে গুলিতে নিহত নয়জনের স্বজনদের সঙ্গে দেখা করেছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।