সৌদির আরেক প্রভাবশালী প্রিন্স আটক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২০

রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে সৌদি আরবের আরও এক প্রিন্সকে আটক করা হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে চারজন প্রভাবশালী প্রিন্সকে আটক করা হলো।

নতুনকরে যিনি আটক হয়েছেন তার নাম নায়েফ বিন আহমাদ বিন আব্দুল আজিজ। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। আটক চতুর্থ প্রিন্স নায়েফ বিন আহমাদ বিন আব্দুল আজিজ সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

বিজ্ঞাপন

সৌদি আরবের একটি সামরিক সূত্র জানিয়েছে, তিনি এর আগে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগেই রাজা সালমানের ভাই, ভাতিজাসহ তিন প্রিন্সকে আটক করার খবর প্রকাশিত হয়।

খবরে বলা হয়, আটক ব্যক্তিরা হলেন সৌদি রাজা সালমানের একমাত্র জীবিত সহোদর আহমাদ বিন আব্দুল আজিজ এবং ভাতিজা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ও প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতার পথে বাধা বিবেচনায় তাদের আটক করা হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সরাসরি নির্দেশে তাদের আটক করা হয়েছে। পার্সট্যুডে।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।