দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের সূচী ঘোষণা


প্রকাশিত: ০৫:৫১ এএম, ১০ অক্টোবর ২০১৫

চলতি মাসে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সফরের সূচী নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দিবেন শুভাগত হোম চৌধুরি। তার ডেপুটি হিসেবে কাজ করবেন সৌম্য সরকার।

দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি একদিনের ও ১টি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯, ২৭ ও ২৯ অক্টোবর। প্রথম ওয়ানডের পর ২১ অক্টোবর তিনদিনের ম্যাচটি খেলবে বাংলাদেশ। প্রথম দু’টি ওয়ানডে ও তিনদিনের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আইরেনে ভিলেজার্স ক্লাব। শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ খেলবে গৌতেং স্ট্রাইকার্সের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে ৩০ অক্টোবর জিম্বাবুয়ে উড়ে যাবে বাংলাদেশ। সেখানে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দু’টি চারদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। তিনটি ওয়ানডে হবে ২, ৪ ও ৬ নভেম্বর। আর দু’টি চারদিনের ম্যাচ হবে যথাক্রমে ৯ ও ১৫ নভেম্বর।

বাংলাদেশ ‘এ’ দল :
শুভাগত হোম (অধিনায়ক), সৌম্য সরকার (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিথুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।