জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাতার মৃত্যু


প্রকাশিত: ০৪:১০ এএম, ৩০ অক্টোবর ২০১৪

জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাতা (৭৭) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। তবে জাম্বিয়ার রাজধানী লুসাকায় দেশটির কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।

জাম্বিয়া রিপোর্টস প্রেসিডেন্টের প্রতিনিধিদের মধ্য থেকে ‘একাধিক সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে প্রেসিডেন্ট মারা গেছেন। এদিকে জাম্বিয়া ওয়াচডগ তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, প্রেসিডেন্টের মৃত্যুর ব্যাপারে তারা ‘শতভাগ নিশ্চিত’।

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফেরার পর সাতাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। জাতিসংঘে তার বক্তৃতা দেওয়ার কথা থাকলেও তিনি তা দিতে পারেননি। দেশে ফেরার পর সাতার গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়ে। এক সপ্তাহ আগে তিনি চিকিৎসার জন্য লন্ডন যান। তিনি কিং কোবরা নামেও পরিচিত ছিলেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।