মোদি সরকারের প্রথম বাজেট পরিবেশন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১০ জুলাই ২০১৪

ভারতের রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করতে কড়া দাওয়াই, নাকি জনমোহিনী বাজেট— বৃহস্পতিবার ভারতের সাধারণ বাজেটের আগে সেই দিকেই তাকিয়ে শিল্পপতি থেকে আম জনতা।

ভারতের ৮৩তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় আসার পর মোদি সরকারের এটি প্রথম বাজেট পরিবেশন।

১৯৪৭ সালে দেশের প্রথম বাজেট পরিবেশন করেন তৎকালীন অর্থমন্ত্রী আর কে সম্মুখম চেট্টি। বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির এটি প্রথম বাজেট পরিবেশন।

অর্থমন্ত্রী হিসেবে ভারতে সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন পি চিদম্বরম। দ্বিতীয় স্থানে রয়েছেন যশোবন্ত সিনহা, ওয়াই বি চহ্বান, সি ডি দেশমুখ ও বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অর্থমন্ত্রী না হলেও, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী পদ থেকে বাজেট পেশ করেন দশ বার।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।