করোনাভাইরাস : আর্জেন্টিনায় প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৮ মার্চ ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাতিন আমেরিকায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে আর্জেন্টিনায়। স্থানীয় সময় শনিবার আর্জেন্টিনায় করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে, কলম্বিয়া, চিলি এবং পেরু তাদের দেশে প্রথম করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে প্রতিবেশী ব্রাজিলেও একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বিজ্ঞাপন
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বের অন্তত ১০৩টি দেশ ও অঞ্চলে নভেল করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। শুধুমাত্র চীনেই ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৯৭ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা অন্তত ১ লাখ ৬ হাজার ১৯৫। বিশ্বের বিভিন্ন দেশে ৩ হাজার ৬শ মানুষের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া করোনা আক্রান্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৪ এবং মৃত্যু হয়েছে ৫০ জনের।
চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৮৩ এবং মৃত্যু হয়েছে ২৩৩ জনের। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৫ হাজার ৮২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪৫ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
টিটিএন/পিআর