জাপানে করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে জাপানে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস ক্রুজে ছিলেন বলে শনিবার (৭ মার্চ) জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯৬ যাত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩ হাজার ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৩৭। এছাড়া করোনায় আক্রান্ত ৫৭ হাজার ৬২২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত ৯৭টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৫১ এবং মারা গেছে ৩ হাজার ৭০ জন। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬৭ এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।
চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে আক্রান্তের সংখ্যা চার হাজার ৬৩৬ এবং মৃত্যু হয়েছে ১৯৭ জনের। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত চার হাজার ৭৪৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১২৪ জন।
জার্মানিতে এই ভাইরাসে ৬৭০ জন আক্রান্ত হয়েছে। ফ্রান্সে ৬৫৩ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯ জন।
স্পেনে আক্রান্ত ৪শ এবং মৃত্যু হয়েছে ৮ জনের, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২৭২, মৃত্যু ১৫। সুইজারল্যান্ডে আক্রান্ত ২১৪ এবং মারা গেছে ১ জন, যুক্তরাজ্যে আক্রান্ত ১৬৪ মৃত্যু ২। ইরাকে আক্রান্ত ৪৮, মৃত্যু ৪। ভারতে ৩১ জন আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর প্রাণহানি ঘটেনি।
এমএসএইচ