সিরাজগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৎস্যচাষী খুন
সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুরে মাছ চাষ করাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাদশা মিয়া (৪২) নামে এক মৎস্যচাষী খুন হয়েছেন। শুক্রবার রাতে নলকা ইউনিয়নের পাচলিয়া এলাকায় চকমনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া (৪২) সিরাজগঞ্জ শহরের চরমিরপুর এলাকার চান্দুলা মিয়া’র ছেলে। প্রায় ৬ বছর আগ থেকে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থেকে আশপাশের গ্রামের কয়েকটি পুকুর লিজ নিয়ে মাছ করে আসছিলেন।
নিহতের স্ত্রী মায়া খাতুন জানান, চৈত্র মাসে পাশ্ববর্তী সুজাপুর ও চালিপাড়ার লোকজনের কাছ থেকে একটি পুকুর লিজ নিয়ে তার স্বামী বাদশা সেখানে মাছ চাষ শুরু করে। কিন্তু স্থানীয় কয়েকজন ব্যক্তি মাঝে মধ্যেই পুকুর থেকে গোপনে জাল দিয়ে মাছ ধরার কারণে তাদের সাথে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সন্ধ্যার পর পুকুর দেখার জন্য গেলে প্রতিপক্ষরা বুকের পাজরে ছুরিকাঘাত করায় তার স্বামী চিৎকার করতে করতে বাড়ির দিকে আসতে থাকে। সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে বাদশার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে রাত ১১টার দিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে। নিহতের স্বজনদের থানায় আসতে বলা হয়েছে।
বাদল ভৌমিক/এসএইচএস