স্বাস্থ্যমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান


প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের দেয়া বক্তব্য প্রত্যাহার করে তাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. আনু মুহাম্মদ। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে যে বক্তব্য রেখেছেন তার জন্য জাতির কাছে তাকে ক্ষমা চাওয়া উচিত।

শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার দাবিতে আয়োজিত সংহতি সমাবেশ বক্তারা এ আহ্বান জানান।

এসময় আনু মুহাম্মদ বলেন, মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে তার স্বচ্ছ তদন্তে একটি কমিটি গঠন করতে হবে এবং প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে একটি নতুন প্রশ্ন করে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। যাতে প্রকৃত যোগ্যরাই মেডিকেলে ভর্তি হতে পারে। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও নেয়া যেতে পারে।

সংহতি সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক আবু সাঈদ খান, সাবেক ছাত্র নেতা ডা. মোস্তাক হোসেন, ঢাবি শিক্ষক ড. শান্তনু মজুমদার, ড. ফাহমিদুল হক, ভাস্কর রাসা, অভিভাবক কামরুজ্জামান, সঙ্গীত শিল্পী মাহমুদুজ্জামান বাবু, অধ্যক্ষ আশরাফ কামাল, অভিভাবক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, নুরুল আমিন, প্রকৌশলী মো. এনামুল হক প্রমুখ।

সমাবেশে ভাস্কর রাসা বলেন, শিক্ষার্থীদের কাছে থাকা প্রশ্ন ফাঁসের প্রমাণ যাচাইয়ের সুযোগ না দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন কিছু হয়নি। তাহলে ১৪ জন আটক হল কিভাবে? একজন মারা গেলইবা কিভাবে? মেডিকেল প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। এদেশে ছাত্র আন্দোলন কখনোই ব্যর্থ হয় না।

তিনি বলেন, আমাদের দেশে এখন মেধা হত্যা হচ্ছে। এটা গণহত্যার শামিল। চিকিৎসা একটি বিশাল ব্যাপার। সেখানে যদি ভুয়া কাগজপত্র দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হয় তাহলে তারা আমাদেরকে মেরেই ফেলবে। তিনি প্রশ্ন ফাঁসের বিষয়ে একটি তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ বলেন, প্রশ্ন ফাঁসের প্রমাণপত্র একাধিকবার সরকারের সংশ্লিষ্ট মহলে দেয়ার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তায় করা হয়নি, কোনো যোগাযোগও করা হয়নি। সর্বশেষ স্বাস্থ্য অধিদফতরের দিকে যেতে চাইলে সেখানেও পুলিশ হামলা চালিয়েছে। এজন্য এখন গণমাধ্যমে প্রমাণগুলো দেয়া হবে বলে তিনি জানান। এছাড়া আদালতেও তারা প্রমাণগুলো হাজিরের জন্য যথেষ্ট সময় পাননি বলে দাবি করেন তিনি।

এদিকে শনিবার সকাল ১০টায় পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবে আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে প্রশ্নফাঁসের প্রমাণ উপস্থান করবেন বলে জানা গেছে।

এমএইচ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।