বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধিতে উদ্বিগ্ন ভারত
সন্ত্রাসবাদকে বৃহত্তম হুমকি উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, তার দেশ বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার ফলাফল হিসেবে পশ্চিমা এশিয়ায় অস্থিতিশীলতার প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
জর্ডান, ফিলিস্তিন ও ইসরাইল সফরের আগে জর্ডান টাইমসের লিখিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রণব মুখার্জী। তার সফর শনিবার শুরু হচ্ছে।
প্রণব মুখার্জী বলেন, সিরিয়া ও ইরাকসহ বিশ্বে সন্ত্রাসবাদ সম্প্রসারণের বাস্তবতায় ভারত খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, ভারত চার দশক ধরে সীমান্তের ওপার থেকে ব্যাপকভাবে মদদপুষ্ট সন্ত্রসবাদের সম্মুখীন হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, একটি জোরালো ও প্রয়োগযোগ্য আন্তর্জাতিক বৈধ ব্যবস্থার পাশাপাশি ব্যাপক ও সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই কেবল সন্ত্রাসবাদের লাগাম টেনে ধরা যেতে পারে বলে ভারত মনে করে।
ভারত ও জর্ডান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একই মত ও ধারণা পোষণ করেন তিনি।
প্রণব মুখার্জী বলেন, ভারত সব ধরণের সন্ত্রাসবাদের পাশাপাশি ধর্মীয় মৌলবাদ ও চরমপন্থা তীব্রভাবে প্রত্যাখান করে।
তিনি বলেন, ভারত এ অঞ্চলে নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরো জোরদার করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাসবাদ সারাবিশ্বের জন্য বিরাট হুমকি এবং ভারত ও জর্ডানের মত দেশগুলোকে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করতে হবে।
একে/এমএস