বিশ্ব শিশু দিবস উপলক্ষে খেলাঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা


প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

বিশ্ব শিশু দিবস-২০১৫ উপলক্ষে কেন্দ্রীয় খেলাঘর শুক্রবার এ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি লবিতে ৪র্থ তলায় (লিফটের ৩) এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও আবুল বারক আলভী।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী মাসুক হেলাল, কিরীটি রঞ্জন বিশ্বাস, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, আব্দুল মতিন ভূইয়া প্রমুখ।

প্রতিযোগিতায় পদ্মা বিভাগে প্লে গ্রুপ- ১ম শ্রেণি, মেঘনা বিভাগে ২য়- ৪র্থ শ্রেণি, যমুনা বিভাগে ৫ম-৭ম শ্রেণি এবং ব্রহ্মপুত্র বিভাগে ৮ম -১০ম শ্রেণি পর্যন্ত ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।