চলন্ত সিঁড়িতে আটকে চার বছরের শিশুর মৃত্যু


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

চলন্ত সিঁড়ির হাতলে আটকে গিয়ে চীনে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির চংকুইং শহরের পাতাল রেল স্টেশনে চলন্ত সিঁড়িতে খেলার সময় এ দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

 স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানবন্দরের চলন্ত সিঁড়িতে খেলার সময় হঠাৎ শিশুটি হাতলে আটকে পড়ে। পরে সেখানে শিশুটি পড়ে য্য়। বিমানবন্দরের কর্মীরা সিঁড়িটি বন্ধ না করা পর্যন্ত তা চলতে থাকে। এর মাঝেই শিশুটি বুক পর্যন্ত সিঁড়ির ভেতর ঢুকে যায়।

উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনার ২০ সেকেন্ড পর সিড়িটির সুইচ বন্ধ করে শিশুটিকে বের করে আনে। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে শিশুটির অভিভাবকদের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান।
 
এর আগে, গত জুলাই মাসে চীনের জিংঝুতে চলন্ত সিঁড়ি দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছিলেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।