‘প্রাণ ম্যাংগো’র আয়োজনে আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব শুরু


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

বৃহৎ শিল্প গোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড প্রাণ ম্যাংগো`র আয়োজনে দ্বার খুললো ক্ষুদে বিজ্ঞানীদের বড় আসরের। রাজধানীর হলিক্রস কলেজে শুক্রবার ক্ষুদে বিজ্ঞানীদের এই আসর শুরু হয়েছে। জনপ্রিয় লেখক আনিসুল হক আন্তঃ কলেজ বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন। এতে রাজধানীর মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশ ক্ষুদে বিজ্ঞানী অংশ নিচ্ছেন। এটি ক্ষুদে বিজ্ঞানীদের ১৩তম মিলন মেলা।

আয়োজকরা জানিয়েছে, অনুষ্ঠান চলবে শুক্রবার ও শনিবার। অনুষ্ঠানে হলিক্রম কলেজের শিক্ষকরা, প্রাণ-আরএফএল গ্রুপের সহকারি ব্যবস্থাপক মো. আলমগীরসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রাজধানীর শিক্ষার্থীদের বিজ্ঞান ও গবেষণা চর্চাকে উৎসাহিত করতে ব্যতিক্রমি এ উৎসবের আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড প্রাণ ম্যাংগো।

দু`দিন ব্যাপী ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞান উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম অগ্রসরমান নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এবং বেসরকারি টেলিভিশন যমুনা টিভি।

এএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।