রুশ সংবিধানে যুক্ত হচ্ছে 'ঈশ্বরে বিশ্বাস', নিষিদ্ধ সমকামী বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ এএম, ০৪ মার্চ ২০২০

রাশিয়ার সংবিধানে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব জমা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই প্রস্তাবে বলা হয়েছে, ঈশ্বরে বিশ্বাসের বিষয়টি নতুনভাবে সংবিধানে যোগ করা হবে এবং সমলিঙ্গে বিয়ের অধিকার রাখা হবে না।

সংবিধান সংশোধনের খসড়ায় আরও বলা হয়েছে, ঈশ্বরে বিশ্বাস রয়েছে রাশিয়ার। বিয়ে কেবল একজন পুরুষের সঙ্গে একজন নারীর হবে। এদিকে গির্জার সঙ্গে রুশ প্রেসিডেন্টের সম্পর্কের বিষয়টি সবারই জানা। যাজকদের পরামর্শে রাশিয়ার সংবিধানে ঈশ্বরে বিশ্বাসের বিষয়টি নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে।

অনেকেই সমালোচনা করে বলছেন, সংবিধানে এ ধরনের পরিবর্তন নিয়ে আসার ফলে রাশিয়া নিজের অবস্থান থেকে অনেকটাই সরে আসবে। অবশ্য পুতিন নিজের সমর্থন ও ক্ষমতা বাড়ানোর জন্যইlgbtl এ ধরনের কৌশল অবলম্বন করছেন বলে মনে করছেন সমালোচকরা। সামনের সপ্তাহে সংবিধানে বিষয়গুলো যুক্ত করার সিদ্ধান্ত পাস হবে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।