অন্তঃসত্ত্বা বান্ধবীকে বিয়ের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৩ মার্চ ২০২০

বান্ধবী কেরি সাইমন্ডসকে বিয়ে করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন ৩১ বছরের কেরি। রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছে। এখন শুধুই বিয়ের অপেক্ষা।

৫৫ বছর বয়সী এ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতায় বসার পরই ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করেছেন। সাফল্যের প্রথম ধাপ পেরিয়েছেন। এবার তার জীবনের ফের পিতৃপর্বের সূচনা হচ্ছে। বরিসের দ্বিতীয় স্ত্রীর চার সন্তান রয়েছে।

বরিস জনসন এবং কেরি সাইমন্ডসের সম্পর্ক দীর্ঘদিনের। কনজারভেটিভ পার্টির প্রাক্তন যোগাযোগ প্রধানের দায়িত্বে রয়েছেন ক্যারি। সে সময় দলের শীর্ষ নেতা বরিসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। কোনো এক কারণে অবশ্য তা ভেঙেও যায়। বরিসের একাধিক স্ত্রীও রয়েছে।

যদিও তিনি অন্তরালে থেকেই দলের কাজ করে গেছেন। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের গোড়া থেকেই কেরিকে ফের দেখা যাচ্ছিল বরিসের পাশে পাশে। এমনকী প্রচারেও একদল সঙ্গীসাথীর মাঝে ক্যামেরায় ধরা পড়ছিল কেরি-বরিস জুটি। সেই থেকে সম্ভবত মরচে ধরা পুরনো প্রেম ফের ঝকঝকে, নতুন হয়ে উঠেছে৷

এমনকী জনসন এবং ক্যারি হলেন প্রথম যুগল যারা বিয়ের আগেই প্রধানমন্ত্রীর বাসভবনের স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছিলেন। ওই সময়ও বিতর্ক কম হয়নি। সমস্ত বিতর্কে ইতি টেনে তাদের জীবনে সুখের সময় আসছে। ক্যারি নিজে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তার আসন্ন মাতৃত্বের কথা জানিয়েছেন। এর আগে ডেভিড ক্যামেরনও ১০, ডাউনিং স্ট্রিটের বাসিন্দা থাকাকালীন কন্যা সন্তানের বাবা হয়েছিলেন। এবার বরিসের সংসার আলো করে কে আসে, সেদিকে তাকিয়ে ব্রিটিশরা।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।