ভারতে আরও একজন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৩ মার্চ ২০২০

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ জয়পুরের রাজস্থানে আরও একজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানানো হয়। আক্রান্ত ওই ব্যক্তি ইতালির পর্যটক। এ নিয়ে দেশটিতে মোট ছয়জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআই বলছে, ইতালীয় ওই পর্যটকের নমুনা গত শনিবার সংগ্রহ করা হয়। তখন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি ধরা পড়েনি। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় রোববার আবারও তার নমুনা পরীক্ষা করা হয়। সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা নিশ্চিত হন চিকিৎসকরা।

ইতালীয় ওই পর্যটকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ উল্লেখ দেশটির কর্মকর্তারা বলেছেন, পরীক্ষায় ভিন্ন ভিন্ন ফল আসায় ওই ব্যক্তির নমুনা পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

ট্রাভেল অ্যাজেন্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিস (আইএএনএস) বলছে, গত ২৮ ফেব্রুয়ারি উদয়পুর থেকে একদল পর্যটকের সঙ্গে আসেন ৬৯ বছর বয়সী ওই পুরুষ পর্যটক। জয়পুরের হোটেল রামাদায় ওঠেন তিনি। ওইদিন রাতে তিনি শ্বাসকষ্টে ভুগছেন বলে জানান। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে সারা রাত চিকিৎসা নেন তিনি।

আইএএনএস বলছে, সরকারি কর্মকর্তারা বলেছেন একজন ভ্রমণ গাইড তাদের জানিয়েছেন যে, পর্যটকদের ওই দলে ২০ জন সদস্য ছিল। যারা ইতালি থেকে উদয়পুরে এসেছেন। পরে সেখান থেকে তারা সবাই জয়পুরে আসেন। কিন্তু অসুস্থ হওয়ায় ওই ব্যক্তিকে জয়পুরে রেখে বাকি ১৯ জন আগ্রায় যান।

এর আগে, সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় দেশটিতে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে জানায়। যাদের একজন নয়াদিল্লি এবং অন্যজন হায়দরাবাদে চিকিৎসাধীন।

এদিকে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মঙ্গলবার নিশ্চিত করেছে যে, গত ২৫ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করে ভিয়েনা থেকে দিল্লি আসা এক যাত্রী করোনা আক্রান্ত হয়েছেন। ওই ফ্লাইটে ১০৮ যাত্রী এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন।

এসআইএস/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।