ফিনল্যান্ডে করোনা : ১৩০ স্কুলগামী শিশু কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৩ মার্চ ২০২০

ফিনল্যান্ডে আরও এক ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাতজনে। সোমবার (২ মার্চ) ফিনল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার দুপুরে রাজধানী হেলসিংকির স্কুলগামী এক শিশুর করোনা সংক্রমণের তথ্য নিশ্চিত হওয়ার পর ওই স্কুলের ১৩০ শিশুকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের ক্লিনিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ব স্ব বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইউনিভার্সিটি হসপিটাল অব হেলসিংকি কর্তৃপক্ষ জানায়, কভিড-১৯ ভাইরাস যেন মহামারি রূপ ধারণ না করতে পারে বা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পার, সে জন্য তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর তা চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিশ্বের নানা প্রান্তে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি সামনে আসতে থাকে।

Helsinki-Hospital-Area

এখন পর্যন্ত বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত তিন হাজার ১২৫ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার মানুষ।

শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৯৪৩ জনের। অপরদিকে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় এবং সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানে।

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত চার হাজার ৮১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ২৯ জন। ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৫০১ এবং মারা গেছে ৬৬ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩৬ এবং মৃত্যু হয়েছে ৫২ জনের।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।