ইতালিতে অ্যামাজনের ২ কর্মী করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ০২ মার্চ ২০২০
ইতালিতে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের দুই কর্মী করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে অ্যামাজন জানিয়েছে, ইতালির মিলান শহরে প্রতিষ্ঠানটির দুই কর্মীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদের বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অ্যামাজনের মুখপাত্র প্যান পারলেট বলেন, মিলানে থাকা করোনায় আক্রান্ত কর্মীদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারা বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন।
বিশ্বের সর্ববৃহৎ এই অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কোনো কর্মী এখনও করোনায় আক্রান্ত হয়েছে কিনা সে বিষয়টি তারা এখনও জানেন না।
এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের নিজের এলাকা ছেড়ে যুক্তরাষ্ট্রের অন্য কোথাও বা যুক্তরাষ্ট্রের বাইরে অপ্রয়োজনী সফর বন্ধ রাখার বিষয়ে সতর্ক করেছে।
এছাড়া গত রোববার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা সরাসরি কোনো ধরনের ইন্টারভিউ না নিয়ে ভিডিও কলিংয়ের মাধ্যমে নিচ্ছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি বেড়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯৪ এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শনিবার ইতালির ভেনেতু এবং লম্বার্ডি এলাকায় সফর না করার জন্য নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
রোববার সকালেই লম্বার্ডির রাজধানী মিলানে অ্যামাজনের দুই কর্মীর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
টিটিএন/পিআর