‘নিরাপত্তা পেতে’ দিল্লিতে বাড়ি বিক্রি করতে চাইছে এই হিন্দু পরিবার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০২ মার্চ ২০২০

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে ও বিপক্ষের মানুষের মধ্যে উত্তর-পূর্ব দিল্লিতে ভয়াবহ সহিংসতায় রোববার পর্যন্ত অন্তত চার ডজন মানুষের প্রাণ গেছে। শতাধিক মানুষ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হয়েছে। রোববার সব জায়গায় পুলিশের উপস্থিতি চোখে পড়লেও শান্ত ছিল দিল্লি।

তবে এরই মধ্যে একটি পোস্টারকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। আগ্রার আলিগড়ে মুসলিম অধ্যুষিত এলাকায় একটি বাড়িতে সাঁটিয়ে দেয়া হয়েছে পোস্টার। তাতে লেখা-এই বাড়ি বিক্রি হবে। ভারতের ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

আলিগড়ের বাবরি মন্দির এলাকার একটি হিন্দু বাড়ির দেয়ালে এই পোস্টার দেখা গেছে। পোস্টারে লেখা ছিল-‘ইয়ে ঘর বিকাউ হেই’ (এই বাড়ি বিক্রি হবে।)

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানাচ্ছে, এই এলাকার হিন্দু পরিবারদের বক্তব্য, তারা তাদের সম্পত্তি বিক্রি করে ‘নিরাপদ’ এলাকা’য় যেতে চান।

নেহা আগারওয়াল নামে সেখানকার এক বাসিন্দা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, বাবরি মন্দির এলাকা হিন্দুদের জন্য নিরাপদ নয়। বর্তমান পরিস্থিতিতে ওই এলাকায় থাকা ‘অসম্ভব’ বলে দাবি করে তিনি বলেন, ‘শহরের যেকোনো অংশে যখন এমন অশান্তির পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই এই মুসলিম অধ্যুষিত এলাকায় পরিস্থিতির অবনতি ঘটে।’

দ্বারকা প্রসাদ নামে আর এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা আমাদের পরিবারের নিরাপত্তা চাই। তাই আমাদের সম্পত্তি বেঁচে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রোববার সহিংসতা শুরু হওয়ার পর পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছিলেন অনেক। তাদেরই কয়েকজনের সারদা দেবী।

তিনি বলেন, ‘এই এলাকায় এই ধরনের সহিংসতা নতুন কিছু নয়। কিন্তু এখন ওরা বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। যা এখানকার শান্তিপ্রিয় মানুষদের কাছে খুবই বিপজ্জনক।’

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।