রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে : যুক্তরাষ্ট্র
সিরিয়ায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য রাশিয়ার ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সব ক্ষেপণাস্ত্রই সিরিয়ায় পৌঁছেছে। এদিকে ইরানের নিউজ এজেন্সি বলছে, দেশটির একটি শহরের গ্রামে এক অজানা বস্তু বিধ্বস্ত হয়েছে।
কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় আইএস এর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের উপর দিয়ে যাওয়ার সময় রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর জানাতে পারেননি তারা।
রাশিয়া বলছে, বুধবার রাতে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে রুশ নৌবাহিনীর চারটি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের ১১টি অবস্থান লক্ষ্য করে ২৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সবগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং তাতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যভরভকে বলেছেন, সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে দুই দেশকেই কৌশলী হতে হবে ও একসঙ্গে আলোচনা করতে হবে।
সিরিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব জানান, রুশ বিমান হামলায় তার দেশে আইএস ও অন্য সশস্ত্র জঙ্গিরা দুর্বল হয়েছে। সিরিয়ার সশস্ত্র বাহিনীও অভিযান অব্যাহত রেখেছে। বিবিসি
আরএস/পিআর