ফিফা প্রেসিডেন্ট হচ্ছেন হায়াতু


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

ক্যামেরুনের ইসা হায়াতুকে সাময়িকভাবে ফিফার সভাপতির দায়িত্ব দিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর তা হলে ফিফা সভাপতি হিসাবে হায়াতু হবেন প্রথম আফ্রিকান।

ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করা ইসা হায়াতু ফিফার ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কাজ করবেন। ৬৯ বছর বয়সী হায়াতু ১৯৮৮ সাল থেকে ২০০২ পর্যন্ত কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সভাপতি ছিলেন।

এর আগে ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার, সহ-সভাপতি মিশেল প্লাতিনি এবং মহাসচিব জেরোমে ভাল্ককেও ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে ফুটবলের এ সংস্থাটি। এ ছাড়া সাবেক সহ-সভাপতি চু মং জুনকে ছয় বছরের জন্য নিষিদ্ধ এবং ৬৭ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

আরটি/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।