মানুষের পছন্দ নিয়ে কাজ করতে হয় : শাহরীন জে হক
শাহরীন জে হক একজন ইন্টেরিয়র ডিজাইনার। এক দশকেরও বেশি সময় ধরে যুক্ত আছেন এ পেশায়। বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনের কনসালটেন্ট হিসেবে বেশি কাজ করেন। প্রতিষ্ঠা করেছেন ‘ডিজাইন বাংলা’ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান রয়েছে দুবাইতেও।
তিনি এটিএন বাংলা বর্ষপূর্তি পুরস্কার, টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার, চ্যানেল আই যুগপূর্তি পুরস্কার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে পেয়েছেন সফল উদ্যোক্তা পুরস্কার এবং ২০০৯ সালে পেয়েছেন বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার অ্যাওয়ার্ড।
শাহরীন আইন নিয়ে অনার্স শেষে এমএসএস করেছেন সমাজতত্ত্বে। ২০০৩ সালে সরকারি বৃত্তি নিয়ে জাপান থেকে ইন্টেরিয়র ডিজাইনের উপর করেছেন তিন বছরের ডিপ্লোমা কোর্স। ইন্টেরিয়রের উপর পড়াশোনা করেছেন কানাডা ইউনিভার্সিটিতেও।
ক্যারিয়ার হিসেবে ইন্টেরিয়র ডিজাইনের বিভিন্ন দিক নিয়ে জাগো জবসের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম রাব্বী।
জাগো জবস: ইন্টেরিয়র ডিজাইনের প্রতি আগ্রহ ও শুরুটা কখন থেকে?
শাহরীন জে হক: আসলে তখন আমি এমন কোন শব্দ শুনিনি। ৫ কি ৬ বছর বয়সেই আমি ঘর গোছানো খুব পছন্দ করতাম। বিষয়টি আমি না বুঝলেও আমার আব্বু বুঝতেন। এটা তিনি খুব পছন্দ করতেন আর আমাকে উৎসাহ দিতেন। এভাবেই মনের অজান্তে আমি হয়ে উঠছি পুরোদস্তুর ইন্টেরিয়র ডিজাইনার।
জাগো জবস: ‘ঘর-গোছানো’ আর ‘ইন্টেরিয়র ডিজাইন’র মধ্যে পার্থক্যটা কোথায়?
শাহরীন জে হক: দু’টোর মধ্যে বড় পার্থক্য হলো- আপনি কিছু না জেনে বুঝেও ঘর সাজাতে পারবেন, কিন্তু ইন্টেরিয়র ডিজাইনার হতে গেলে একাডেমিক নলেজ অবশ্যই দরকার।
জাগো জবস: ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার পেছনে শিক্ষাটা কত জরুরি?
শাহরীন জে হক: প্রোপার নলেজটা খুবই জরুরি। কেননা আপনি জেনে থাকবেন- ইন্টেরিয়র ডিজাইনারের বেশির ভাগ সময়ই কিন্তু বিল্ডিংয়ের ডিজাইন এরপর আর্কিটেক্চার সংশ্লিষ্ট নানা বিষয়ে এদিক-সেদিক খেয়াল করতে হয়।
জাগো জবস: কাজটি তাহলে অনেক সেনসেটিভও বটে?
শাহরীন জে হক: অবশ্যই। অনেকেই ভাবেন, বাসা বা অফিসে জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখার নামই হয়তো ইন্টেরিয়র ডিজাইন। বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়। কেননা ইন্টেরিয়র ডিজাইনটা হলো হলিস্টিক ব্যাপার। এককথায়- দরজাটা কেমন, কোথায় বা কোন টাইপের আলপনা বা নকশা করলে সুন্দর লাগবে, জানালাটা কোন পাশে বা কিভাবে থাকলে আলো বা রুমের কালারটি ফুটে উঠবে। এমন সব নকশার ডিসিশন দিতে না পারলে কিন্তু ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আপনি অতটা জনপ্রিয় বা ভাল কাজ পাবেন না।
জাগো জবস: একাজে যারা যুক্ত হচ্ছেন বা জনপ্রিয়- তাঁদের বেশিরভাগই দেখা যায় নারী; মেয়েরা ঘর সাজাতে বেশি পছন্দ করেন বলেই কি এমন?
শাহরীন জে হক: হ্যাঁ, এটা ঠিক। কেননা মেয়েরা জেনেটিক্যাললি একটু সাজানো-গোছানো প্রিয় হয়ে থাকেন। তবে ছেলেরা এ পেশায় জনপ্রিয় নন বা সংখ্যায় কম তা বলা যাবে না। বরং আমিতো মেয়েদেরই কম উপস্থিতি দেখতে পাই।
জাগো জবস: যারা ইন্টেরিয়র ডিজাইনার হতে চান- তাদের জন্য কী বলবেন?
শাহরীন জে হক: তাদের জন্য পরামর্শ হলো- নিত্য নতুন, ব্রান্ডি ও আভিজাত্য আবার একইসাথে ন্যাচারাল বিষয়বস্তুকে গ্রহণের মানসিকতা তৈরি করুন। শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও বর্তমানে কোন চলন-বলন সবাই পছন্দ করছেন, সেদিকেও নজর দেয়ার প্রাকটিস করুন। দেশে-বিদেশে অনেক ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স, এমনকি অনার্স-মাস্টার্সও করার সুযোগ রয়েছে। তাই প্রথমে উচিত শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করা। এরপর নিজের একটা আইকনিক স্টাইল কাজকর্মে ফুটিয়ে তোলা।
জাগো জবস: কাজটা কেমন উপভোগ করছেন?
শাহরীন জে হক: আমি শুরু থেকেই এ পেশায় বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করছি। এখনতো আরও। কেননা এখন আমি কনসালটেন্সি করি। নিজেকে অনেক সময় দিতে পারি। যেহেতু ছোট সময় থেকেই পেশাটা পছন্দ, তাই কাজের চাপের মধ্যেও সময়টাকে বেশ উপভোগ করি।
জাগো জবস: ইন্টেরিয়রের কোন দিকে আপনি বেশি নজর দিচ্ছেন?
শাহরীন জে হক: বর্তমানে আমি বাসা বা অফিসে শিশুদের রুম, এককথায় কিড্স রুম/জোন কিভাবে আরো আধুনিক ও শিশুদের প্রিয় করে তোলা যায় সেটি নিয়ে কাজ করছি। আমি মনে করি- শিশুরা হলো ভবিষ্যৎ, তাই জীবনের শুরু থেকেই চারপাশ সাজানো-গোছানো পেলে, ওর বেড়ে ওঠাটা অনেক সুন্দর হবে।
জাগো জবস: ইন্টেরিয়র ডিজাইনারের চ্যালেঞ্জগুলো কি কি?
শাহরীন জে হক: এ পেশায় মানুষের পছন্দ নিয়ে কাজ করতে হয়। অনকে সময় দেখা যায়, যে বিষয়টি গ্রামাটিক্যাললি ঠিক হচ্ছে না বা ন্যাচারালভাবে খাপ খাচ্ছে না, তেমন বিষয়েও পরামর্শ দিলে ক্লায়েন্টরা মানতে চান না; তখন নিজের একাডেমিক জ্ঞানের বাইরে গিয়ে কাজ করতে হয়। কখনো তাদের পরিবারের বা স্বজনদের পছন্দ মত কাজ করলেও কোন সমস্যা সৃষ্টি হলে শুনতে হয়- আরে আপনি তো বিষয়টিতে অভিজ্ঞ; আপনি বুঝবেন না। তখন অবশ্য কিছু বলার থাকে না। বেঁধে দেয়া সময়, অর্থ ও নিয়মের মধ্যে কাজ করাটাও একটা চ্যালেঞ্জ। তবে নিজের জ্ঞান, কমিউনিকেশন্স ক্যাপাসিটি এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ভালো জানা থাকলে এগুলো কোন ব্যাপার না।
জাগো জবস: অন্য পেশায় না গিয়ে ইন্টেরিয়র ডিজাইনার কেন?
শাহরীন জে হক: শৈশব থেকেই বিষয়টিকে আমি পছন্দ করি। এটা আমার ন্যাচারাল একটি বিষয়। যেটি আমি নিজের থেকেই পেয়েছি।
জাগো জবস: ক্যারিয়ারে সফলতা বলতে কী বোঝেন?
শাহরীন জে হক: পছন্দের কাজে নিজেকে যুক্ত রাখতে পারা।
এসইউ/আরআইপি