হ্যাকিংয়ে সহযোগিতার অভিযোগে সাংবাদিকের কারাদণ্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত কম্পিউটার হ্যাকিংয়ে সহযোগিতার অভিযোগে দেশটির এক সাংবাদিককে দোষী সাব্যস্ত করেছে। লস অ্যাঞ্জেলস টাইমস ওয়েবসাইট মুছে ফেলার ঘটানোয় হ্যাকারদের সহযোগিতা করায় বুধবার তাকে দোষী সাব্যস্ত করা হয়।
কম্পিউটার জালিয়াতি সংক্রান্ত মামলায় ম্যাথিউ কিস নামের ওই সাংবাদিক দোষী সাব্যস্ত হন। মামলায় কিসের সর্বোচ্চ ২৫ বছরের কারাদন্ড ও সাড়ে ৭ লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে।
২০১৩ সালের আইন অনুযায়ী অভিযুক্ত বলে গণ্য হওয়ার সময় কিস রয়টার্সের সোস্যাল মিডিয়া এডিটর ছিলেন। তবে অভিযুক্ত হওয়ার পর রয়টার্স থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। তিনি ট্রিবিউন মিডিয়ার একজন কর্মী ছিলেন। তবে কিস ও তার আইনজীবীরা আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
এসআইএস