খুলনায় জনযুদ্ধের আঞ্চলিক নেতা অস্ত্রসহ গ্রেফতার
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমউিনিষ্ট পার্টির (জনযুদ্ধ) সক্রিয় সদস্য রহমান ওরফে আব্দুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি বন্দুক ও ৫টি কার্তুজও উদ্ধার করা হয়েছে। আব্দুর রহমান একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
খুলনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত ম রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গত মঙ্গলবার দিবাগত রাতে জেলার রূপসা উপজেলার সামন্ত সেনা এলাকা থেকে আব্দুল মজিদের ছেলে আব্দুর রহমানকে গ্রেফতার করে। পরে বুধবার দিবাগত রাতে একই উপজেলার তার সহযোগী রামনগর গ্রামের ফয়সাল আহম্মেদ ওরফে বিল্লালের বাড়িতে মাটির নিচে পুতে রাখা একটি সক্রিয় অত্যাধুনিক বিদেশি কাঁটা বন্দুক, ৫ টি বন্দুকের গুলি উদ্ধার করে।
আব্দুর রহমান ফকিরহাট থানার (মামলা নং-১১, তারিখ-১৯/০৯/০৬) ধারা ৩০২/৩৪ দ. বি. মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে ফকিরহাটের চাঞ্চল্যকর জাহিদ চেয়ারম্যান হত্যা মামলাসহ রূপসা থানায় ৪ টি হত্যা মামলায় এবং ২ টি অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে।
আলমগীর হান্নান/এসএস