বঙ্গবন্ধু বইমেলায় যোগ দিতে যুক্তরাজ্য যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী


প্রকাশিত: ১১:১৬ এএম, ০৮ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

বঙ্গবন্ধু বইমেলায় যোগ দিতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ১১ থেকে ১৩ অক্টোবর অক্সফোর্ড হাউজ, বেথনালগ্রিন ও লন্ডনে তৃতীয় বারের মতো মেলাটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতিমন্ত্রী লন্ডনের বই মেলা শেষে জার্মানির ‘ফ্রাঙ্কফুট বইমেলা’তে যোগদানেরও  কথা রয়েছে। দুই দেশে ৯ থেকে ১৯ অক্টোবর সফরে থাকবেন আসাদুজ্জামান নূর।

উল্লেখ্য, ইউরোপিয়ান কলেজ অব ল ২০১৩ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রকাশিত গ্রন্থাবলী ও অন্যান্য প্রকাশনার একক বইমেলার আয়োজন করে আসছে।

এরই ধারাবাহিকতায় চলতি বছর অক্টোবর মাসের ১১ থেকে ১৩ তারিখ অক্সফোর্ড হাউজ, বেথনালগ্রিন, লন্ডনে ‘তৃতীয় বঙ্গবন্ধু বইমেলা’ অনুষ্ঠিত হবে।

এবারের বইমেলায় ব্রিটেনের শিক্ষাবিদ, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রবাসী বাঙালি বিশেষ করে তরুণ প্রজন্ম সম্পৃক্ত থাকবেন। ইতোমধ্যে এ বইমেলা যুক্তরাজ্যে আলোচিত ও আকর্ষণীয় বইমেলা হিসেবে সমাদৃত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপিততে বলা হয়, এবারের বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য এ মেলার উদ্যোক্তা ও ইউরোপিয়ান কলেজ অব ল এর পরিচালক প্রশান্ত ভূষণ বড়ুয়া কর্তৃক মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।