উহানে আটকে পড়াদের পাঠাতে ইচ্ছা করে দেরি করছে চীন, অভিযোগ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে অবরুদ্ধ উহান থেকে আটকে পড়া ভারতীয়দের ফেরত আনার অনুমতি দিতে চীন ইচ্ছা করেই দেরি করছে বলে অভিযোগ করেছে ভারত। তাদের দাবি, অন্য দেশের বিমান পৌঁছাতে পারলেও গত কয়েকদিন ধরে চেষ্টার পরও ভারতীয় উদ্ধারকারী বিমানকে প্রবেশের অনুমতি দেয়নি চীন প্রশাসন। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।

গত ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি জানায়, ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি চীন যাচ্ছে সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে। পাশাপাশি, করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা-সরঞ্জাম দিয়ে উহান প্রশাসনকে সহযোগিতা করতে চায় ভারত, এমনটাও জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এখনও চীনের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ ভারতের।

শনিবার সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ফ্রান্সসহ অন্যান্য দেশের বিমান ত্রাণ সামগ্রী নিয়ে চীনে যাচ্ছে। তাহলে তারা ভারতীয় বিমানকে ছাড়পত্র দিচ্ছে না কেন? চীন ইচ্ছা করেই ভারতীয় নাগরিকদের কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যে রাখতে চাইছে কি-না তা নিয়েও প্রশ্ন তুলেছে সংবাদমাধ্যমটি।

এর আগে, চলতি মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমানে করোনাভাইরাসের উৎস চীনের (উহান শহর থেকে ৬৪৭ ভারতীয় দেশে ফেরেন। মালদ্বীপ থেকে ফেরানো হয় আরও সাতজনকে। এখনও যেসব ভারতীয় উহানে আটকে আছেন তাদেরও দ্রুত ফেরানোর চেষ্টা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন শুধু চীনা প্রশাসনের অনুমতির অপেক্ষা।

চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন অন্তত ২ হাজার ৩৪৫ জন। দেশটির মূল ভূখণ্ডের বাইরে মারা গেছেন আরও ১৫ জন। শুক্রবার চীনে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৯৭ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৮৮ জন। আর বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৭৬৭ জন।

কেএএ/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।