শিশু অধিকার নিশ্চিতে আলাদা অধিদফতরের দাবি


প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৮ অক্টোবর ২০১৫

শিশুদের অধিকার নিশ্চিত করতে আলাদা অধিদফতর গঠনের দাবি জানিয়েছে মহিলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত কন্যা শিশু দিবস-২০১৫ উপলক্ষে ‌‍`কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ` শীর্ষক এক সেমিনারে সংগঠনটি এ দাবি করে।

বাংলাদেশ শিশু একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, শিশুকন্যাদের সামাজিক পরিবর্তনের জন্য একটি জায়গা প্রয়োজন। শিশু কন্যাদের মর্যাদার অধিকারী, তাকে শিশুর মর্যাদা দিতে হবে।

আলোচনায় অংশ নেয়া অন্যান্য বক্তারা বলেন, দেশের মোট জনগোষ্ঠির ৪৫ শতাংশ শিশু। এরমধ্যে ৪৮ শতাংশ হলো কন্যাশিশু। কিন্তু অধিকাংশ কন্যাশিশুরাই পুরুষতান্ত্রিক ধ্যান-ধারণার কারণে নানাভাবে নির্যাতন ও বঞ্চনার শিকার হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে। তাছাড়া শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে হরহামেশাই। এমনকি ধর্ষণের পর মেরে ফেলা, এসিড নিক্ষেপ ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বঞ্চিত হচ্ছে শিক্ষা, পুষ্টি ও তথ্যপ্রযুক্তির অধিকার থেকে।

তারা আরো বলেন, কন্যা শিশুদের নির্যাতন, ধর্ষণ, বাল্য বিবাহে শিকার হওয়ায় মামলা হলেও তা দ্রুত নিস্পত্তি হয় না। তাই শিশুহ্ত্যা নির্যাতনের মামলা দ্রুত বিচার আইনে ও অপরাধের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। প্রয়োজনে কন্যাশিশু নির্যাতনের বিরুদ্ধে দেশের বিশেষ বিশেষ এলকায় ট্রাইব্যুনাল গঠন করা উচিত।

এ সময় সংগঠনের পক্ষ থেকে আরো কিছু দাবি উত্থাপন করা হয়। এরমধ্যে রয়েছে- শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগ, মেয়েদের বিয়ের নুন্যতম বয়স ১৮ বছর রাখা, বাল্যবিবাহ আইন অতিদ্রুত চূড়ান্ত ও কার্যকর করা।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট সীমা জোহর, নির্বাহী পরিচালক সালমা আলী, অভিনেত্রী রোকেয়া প্রাচীর প্রমুখ।

এএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।