শিশুদের জন্য অনিরাপদ ভারত, বলছে সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০

শিশুদের জন্য নিরাপদ নয় ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও ল্যানসেট মেডিকেলের করা এক সমীক্ষায় বিষয়টি উঠে এসেছে।

শিশুদের পরিবেশ এবং সামাজিক কাঠামোর ওপর নির্ভর করে এ সমীক্ষা করা হয়। ১৮৮ দেশের ওপর এ সমীক্ষা চালানো হয়েছে। যেখানে শিশুদের জন্য পরিবেশ এবং সামাজিক নিরাপত্তার দিকে দিয়ে ভারতের অবস্থান ১৩৩ নম্বরে।

সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি)। একটি দেশে শিশুরা সামাজিকভাবে কতটা সুরক্ষিত, তাদের হিংসার শিকার হতে হয় কি না, শিশুদের শিক্ষার ও খাদ্যের অধিকার রক্ষা করা হয় কি না, শিশু আত্মহত্যার হার কত, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মৃত্যুর হার কত, এই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে সমীক্ষকরা তৈরি করেছিলেন ফ্লারিশিং ইনডেক্স (সমৃদ্ধি নির্দেশক)।

সেই তালিকায় ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৩-এ। মোটামুটি তালিকার তলানির দিকে থাকা ভারতের এ অবস্থান প্রমাণ করে, দেশটিতে শিশুদের নিরাপত্তার অভাব রয়েছে। সমৃদ্ধি নির্দেশক তালিকায় সবার উপরে রয়েছে নরওয়ে। সেরা ১০ এর অন্য দেশগুলো হলো- কোরিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ডেনমার্ক, জাপান, বেলজিয়াম, আইসল্যান্ড ও যুক্তরাজ্য।

এছাড়া, একটি দেশের কার্বন নির্গমনসহ পরিবেশ সংক্রান্ত নানা দিক দেখে তৈরি করা হয় ‘সাসটেইনেবিলিটি ইনডেক্স (উন্নয়ন নির্দেশক)’। সেই তালিকাতে ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ৭৭। এ তালিকায় সবার উপরে রয়েছে বুরুন্ডি। সেরা ১০ এর অন্য দেশগুলো হলো- চাঁদ, সোমালিয়া, কঙ্গো, কেন্দ্রীয় আফ্রিকা, মালাউ, রাওয়ান্ডা, মালি, নাইজার ও মাদাগাস্কার।

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।