ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র ২ ঘণ্টায়


প্রকাশিত: ০৫:৪০ এএম, ০৮ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

মাত্র দুই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। কমবে পরিবহন ব্যয়। সাশ্রয় হবে জ্বালানি। বাঁচবে যাত্রীদের সময়। রাস্তার দৈর্ঘ্য কমবে প্রায় ১২০ কিলোমিটার। প্রস্তাবিত ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস রেলওয়ে প্রকল্পে এসব প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার গণভবনে প্রকল্পটির প্রাথমিক তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সরকারি বেসরকারি অংশীদারিত্বে এটি করার চিন্তা করছে সরকার। চীন প্রকল্পে অংশীদার হতে আগ্রহী বলে জানানো হয়েছে।

প্রকল্প উপস্থাপন করে বলা হয়, ডিজেল চালিত রেল চললে সেগুলো ১৬০ কিলোমিটার গতিতে চলবে। আর ইলেকট্রিক রেল আনা হলে সেগুলো চলবে ২শ’ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

প্রকল্পের রুট হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা দিয়ে কুমিল্লার ময়নামতি হয়ে চট্টগ্রামে যাবে যাত্রীরা। বর্তমানে আখাউড়া দিয়ে অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ১২০ কিলোমিটার প্রায়। কিন্তু এক্সপ্রেস রেলওয়ে চালু হলে চট্টগ্রামের দূরত্ব দাঁড়াবে ২২৩ কিলোমিটার। বতমান দূরত্ব প্রায় ৩৩৬ কিলোমিটার।

উপস্থাপনায় আরো বলা হয়, যাত্রী ও মালবাহি দুই ধরনের রেল চলবে। তবে যাত্রী পরিবহনকে গুরুত্ব দেয়া হবে। ঢাকা থেকে চট্টগ্রামে প্রতি বছর প্রায় সাড়ে তিন কোটি মানুষ যাওয়া আসা করে।

তবে ডিজেল চালিত রেল হবে নাকি ইলেকট্রিক রেল চলবে, সেটি এখনো যাচাই করা হয়নি।

এসএ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।