করোনা আতঙ্কে হুয়াওয়ের ডেভলপার সম্মেলন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাসের ব্যাপক বিস্তার আর মহামারি আতঙ্কের কারণে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের বার্ষিক ডেভলপার সম্মেলন স্থগিত করেছে। বিশ্বের প্রভাবশালী এই প্রযুক্তি জায়ান্ট ঘোষণা দিয়েছে, ওয়েবকাস্টের মাধ্যমে তারা তাদের এবারের বৈশ্বিক সম্মেলনটি আয়োজন করবে। খবর সাউথ চায়না মনিং পোস্টের।

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা আর গুগলের সঙ্গে সম্পর্ক ছিন্নের কারণে বিপদে পড়া হুয়াওয়ে তাদের নতুন সিস্টেম তৈরি এবং কৌশল নির্ধারণের অংশ হিসেবে ‘দ্য হুয়াওয়ে ডেভলপার কনফারেন্স-২০২০’ শীর্ষক সম্মেলনটির আয়োজন করেছিল। কিন্তু আগামী ২৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত তা স্থগিত হলো। এখই ওয়েব লাইভে এটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবা প্রকাশিত এক বিবৃতিতে এমন ঘোষণার পেছনে যুক্তি হিসেবে কোম্পানিটি জানিয়েছে, ‘হুয়াওয়ে ডেভলপার কনফারেন্স-২০২০-এ অংশগ্রহণকারী সকল অতিথির স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এবারের সম্মেলনটি ভিন্নভাবে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

এর আগে করোনা সংকটে বিশ্ব মোবাইল শিল্পের সর্ববৃহৎ আয়োজন ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের এবারের সম্মেলনটি বাতিল করা হয়। এর জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল স্পেকের বিখ্যাত শহর বার্সেলোনা। এরপর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আয়োজিত মার্কেটিং সম্মেলন বাতিল করে ফেসবুক কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের কারণে সৃষ্ঠ বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি তাদের নতুন কোনো পণ্য লঞ্চ কিংবা অনুষ্ঠান আয়োজনে বিকল্প পথে হাঁটছে। তারা মানুষের সরাসরি উপস্থিতির পরিবর্তে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এসব কাজ করছে। অনেকে সাময়িক কিংবা অনির্দিষ্টকালের জন্য এসব আয়োজন স্থগিতও করেছে।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে এখন পর্যন্ত দুই সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৭৫ হাজারের বেশি। গতকাল মঙ্গলবার চীনে আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। গত পড়শু উহানের হাসপাতালের এক পরিচালকেরও মৃত্যু হয়েছে।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।