দুর্গন্ধ থেকে ট্রাম্পকে বাঁচাতে যমুনায় ৫০০ কিউসেক পানি ঢালল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি মাসে ভারত সফর ঘিরে ব্যাপক আয়োজন শুরু করেছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার। গুজরাটের আহমেদাবাদের স্টেডিয়ামে ট্রাম্প ও মোদির ভাষণ উপলক্ষে সেখানকার বস্তি আড়াল করতে দেয়াল তৈরি করছে প্রশাসন। বস্তিবাসীদের উচ্ছেদে দেয়া হয়েছে নোটিশ।

এবার আগ্রার যমুনা নদীর পঁচা পানির দুর্গন্ধ দূর করতে নতুন করে ৫০০ কিউসেক পানি দেয়া হলো নদীতে। দু'দিনের সরকারি সফরে ট্রাম্প প্রথমে গুজরাটের আহমেদাবাদ ও পরে দিল্লি যাবেন। সেখান থেকে সস্ত্রীক আগ্রায় তাজমহল দেখতে যেতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পচা-দুর্গন্ধ দূরে নদীতে পানি ঢালার এ ব্যবস্থা নিয়েছে মোদি প্রশাসন।

আহমেদাবাদের সেচ দফতরের সুপারিনটেন্ডেন্ট ধর্মেন্দ্র সিং ফোগাট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়াদিল্লি সফরের কথা মাথায় রেখেই নদীর দুর্গন্ধ দূর করতে গঙ্গানাগর থেকে যমুনায় ৫০০ কিউসেক পানি ছাড়া হয়েছে। ২০ ফেব্রুয়ারির মধ্যে মথুরা ও ২১ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে সেই পানি আগ্রার যমুনায় পৌঁছাবে।

আগ্রার দূষণ নিয়ন্ত্রণ পরিষদের ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার দেশটির একটি দৈনিককে বলেন, যমুনায় এই ৫০০ কিউসেক পানি পৌঁছালে তা মথুরা ও আগ্রার নিকটবর্তী যমুনার পঁচা পানির দুর্গন্ধ দূর করবে। এতে পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে।

এদিকে, ভারতের সঙ্গে এখনই কোনও বড় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্র রাজি নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে বাণিজ্য সংক্রান্ত কোনও সঠিক জবাব না পাওয়ায় এখনই কোনও চুক্তি হবে না। তবে আমি মোদিকে ভীষণ পছন্দ করি।

ট্রাম্পকে তুষ্ট করতে মোদি সরকার যাত্রাপথে থাকা আহমেদাবাদ স্টেডিয়ামের কাছে একটি বস্তি খালি করে দিতে নোটিশ দিয়েছে। শুধু তাই নয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাম্পের চোখে যাতে বস্তি না পড়ে সেজন্য উঁচু দেয়াল তৈরি করা হচ্ছে। বস্তি আড়াল করতে প্রাচীর নির্মাণ করা নিয়ে দেশটিতে চরম বিতর্ক শুরু হয়েছে।

বস্তি খালি করতে সরকারি নির্দেশ আসায় ওই বস্তির ৪৫টি পরিবারের প্রায় ২০০ জনকে গৃহহীন হতে হবে।

এমএফ/এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।