এবার ইরানেও দুজন করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০
ইরানের সরকারি কর্তৃপক্ষ দেশটিতে দুজন ব্যক্তির শরীরের করোনোভাইরাসের উপস্থিতি শনাক্ত করার কথা নিশ্চিত করেছে। চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে প্রথমবারের মতো ইরানে কারো আক্রান্ত হলো। এর আগে মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও মিসরে ভাইরাসটিতে আক্রান্তের ঘটনা ঘটে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, যে দুইজন প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হলেন তাদের জতীয় কিংবা পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুইদিনে সন্দেহজনক কিছু করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
ইরানের কোম প্রদেশে প্রথমবারের মতো এই দুজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এদিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১০ জনে। এছাড়া আরও ৭৫ হাজার ২৮৫ জন কোভিড-১৯ নামের এ রোগে এখন আক্রান্ত।
গতকাল মঙ্গলবার চীনে আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। প্রায় দুই মাস ধরে চীনের উহানের হাসপাতালগুলোয় জরুরি সেবা দিয়ে চলেছেন দেশটির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু তা সত্ত্বেও ভাইরাসটির কবল থেকে মুক্ত হওয়া যাচ্ছে না। গত পড়শু হাসপাতালের এক পরিচালকেরও মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে। ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙ্গর করা প্রমোদতরীতে আটকা বাসিন্দাদের ফেরত আনার পরিকল্পনার মাঝেই বুধবার হংকংয়ে দ্বিতীয় এই ব্যক্তি করোনায় প্রাণ হারান।
করোনায় আক্রান্ত হয়ে শুধু চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা এখন ২০০৪ জন। চীনের বাইরে হংকংয়ে ২, তাইওয়ান, জাপান, ফ্রান্স এবং ফিলিপাইনে একজন করে মারা গেছেন। চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও এখন প্রায় হাজারের কাছাকাছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের কারণে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
এসএ/পিআর