ভারত কি হিন্দু সৌদি আরব হতে চলছে : তসলিমা


প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৮ অক্টোবর ২০১৫

শিবসেনার বিরোধিতার জেরে ভারতের মুম্বাইয়ে পাকিস্তানের গজল সম্রাট গুলাম আলির সঙ্গীতানুষ্ঠান বাতিল হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

টুইটারে তসলিমা লিখেছেন, ‘ও মাই গড, শিবসেনার হুমকিতে পাকিস্তানি গায়ক গুলাম আলির অনুষ্ঠান বাতিল হয়ে গেল। ভারত কি হিন্দু সৌদি আরব হতে চলেছে’?

তসলিমা আরো লিখেছেন, ‘গুলাম আলি তো কোনো জেহাদি নন। তিনি একজন গায়ক। দয়া করে জেহাদি ও গায়কের মধ্যে ফারাক বোঝার চেষ্টা করুন।’

প্রখ্যাত গজল গায়ক জগজিৎ সিংহের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি হিসেবে ৯ অক্টোবর মুম্বাইয়ে পাক শিল্পীর ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু শিবসেনার আপত্তির জেরে গুলাম আলির ওই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে এমন অভিযোগে দেশটির কোনো শিল্পীর অনুষ্ঠানও ভারতে বরদাস্ত করতে রাজি নয় বলে হুঁশিয়ারি দেয় শিবসেনা। এরই জেরে উদ্যোক্তারা ওই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।