ভয় দূর করতে বোমার শব্দে মেয়ের সঙ্গে হাসি বাবার!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০

বোমা পড়ছে ইদলিবে। আর যুদ্ধে ছারখার হয়ে যাওয়া সিরিয়ার শহর ইদলিবে বসে সেই যুদ্ধেরই উল্টো পিঠের গল্প লিখছে বাবা, মেয়ে। আর সেই ভিডিও দেখে চোখে জল আসছে নেটিজেনদের।

সিরিয়ার এই শহরের মাঝে বসে আছে বাবা মেয়ে। ছোট্ট ৯ বছরের মেয়েটি হয়ত বারবার সেই বোমার শব্দে ভয় পাচ্ছিল। তাই বোমার শব্দকে মিলিয়ে মেয়েকে নিয়ে এক মজার খেলায় মাতলেন বাবা। মেয়েকে হয়ত বলেছিলেন, ‘যেই দূর থেকে বোমার শব্দ পাওয়া যাবে, ওমনি হা হা করে হেসে উঠবি’।

কিছু না বুঝেই সেই খেলায় মেতে উঠল মেয়ে। ছোট্ট সেলভা খেলার ছলে বাবা আব্দুল্লার কথা মেনে নিয়ে হয়ত ভাবল সবটা খেলা। কিন্তু ওদিকে বোমা পড়েই চলেছে। একের পর এক। কিন্তু নিষ্পাপ শৈশব সেই যুদ্ধের বাস্তবতার কথা জানে না। জানলেও সে বোধ এখনও হয়নি। সে জানে না, সিরিয়ার মরণ লড়াইয়ে মৃত্যু হয়েছে ৫০ হাজার মানুষের।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।