দিনে ১২ হাজার বার হাঁচি দেন যে বালিকা (ভিডিও)


প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

একদিনেই ১২ হাজার বার হাঁচি দেন ১২ বছরের এক বালিকা। শুনতে অবাক লাগলেও বাস্তবেও তাই ঘটছে ক্যাটেলাইন থর্নলি নামক ওই বালিকার জীবনে। কথা বলতে গেলেই হাঁচি, হাঁচিতে হাঁচিতে একেবারে ক্লান্ত। মিনিটে ২০ বার, ঘণ্টায় ১০০০ বার।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা ১২ বছরের এই মেয়ে হাঁচির চোটে কোনো কাজ ঠিক মতো করতে পারে না। খেতে অসুবিধা, পড়তে অসুবিধা। স্কুলে পর্যন্ত যেতে পারে না সে। তার পরিবার ক্যাটেলাইনকে নামজাদা ছয়জন চিকিৎসককে দেখিয়েছেন কিন্তু কাজ হয়নি।

এক চিকিৎসককে দেখিয়ে তো হাঁচির পরিমাণ আরো বেড়ে গিয়েছিল। কিন্তু কেন হচ্ছে এমন? চিকিৎসকরা সদুত্তর দিতে পারছেন না।

তবে এক বিশেষজ্ঞ ক্যাটেলাইনের বাবাকে বলেছেন, অ্যালার্জি, ভাইরাস নয় কোনো মানসিক চাপ থেকে এমন হতে পারে।

১২ বছরের মেয়ে ক্যাটেলাইন বলছেন, আমি এখন ঘুমের মধ্যেও স্বপ্ন দেখি, যে আমি হাঁচছি।



বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।