সেপ ব্লাটার ৯০ দিনের জন্য বহিষ্কার


প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি সেপ ব্লাটারকে সভাপতির পদ থেকে ৯০ দিনের জন্য বহিষ্কার করেছে ফিফার এথিকস কমিটি। সেপ ব্লাটারের বিরুদ্ধে অসদাচরণ ও অবৈধ লেনদেনের অভিযোগে কমিটির সদস্যরা এ সপ্তাহে একটি বৈঠকে মিলিত হন এবং সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেন।

তবে বৃহস্পতিবার ফিফার এথিকস জুডিশিয়ারি চেম্বারের প্রধান হ্যান্স জোয়াকিম এখার্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ফিফা প্রধানের দায়িত্ব নেনে সেপ ব্লাটার। তবে প্রথম থেকেই তার বিরুদ্ধে ওঠা যেকোনো ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। সূত্র : ডেইলি মেইল

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।